Monday, November 05, 2018

টুকরো ভাবনা

একটা মেয়ে সংসার জীবনে প্রচুর কষ্ট করতে পারে, শ্বশুর-শাশুড়ি স্বামী ননদ-দেবরের নির্যাতন কথাবার্তা সইতে পারে,  শেষে দুই তিন সন্তানের হাত ধরে চলে আসতে পারে;  বাপ-মায়ের উপর বোঝা  (সেটাই তো ভাবে) হয়ে তাদের কথাও সহ্য করতে পারে ; কানতে পারে আর এই কথাও বলতে পারে আল্লাহ কেন তাকে এত দুঃখ-কষ্ট দিচ্ছেন সে জানে না;
কিন্তু বিয়ের আগে কষ্ট করে এই কথাটা কেন বলে না যে আমি শ্বশুর-শাশুড়ি থেকে আলাদা বাসায় থাকবো? মনোমালিন্যের মধ্যে যাব না?