ক্বুরআন বৈয়াকরণের জন্য ব্যাকরণগ্রন্থ - সম্ভবত ক্বুরআনের কোন সংজ্ঞায় কথাটা পড়েছিলাম। কিন্তু তখন মানেটা তেমন করে বুঝে আসেনি। তারপর যখন আল্লাহ তৌফিক দিলেন আরবী শিখা শুরু করবার - মানেটা আস্তে আস্তে আশ্চর্যরকম বুঝে এল ।
ক্বুরআন আশ্চর্য এক তামরীন বা অনুশীলনগ্রন্থ। যে নিসাবই ব্যবহার করে পড়ো না কেন, যতটুকুই শিখো না কেন; যদি ক্বুরআন পাঠ চালু রাখো, যদি কিছুটা অনুশীলনের নিয়তে পড়ো - দেখবে ইনশাআল্লাহ ক্বুরআনই তোমাকে তা ভুলতে দেবে না। এমনকি, সাধারণভাবে শিখেও যেসব ভুল হওয়া সম্ভব - দেখা যাবে , ক্বুরআনই তোমাকে তা থেকে বাঁচিয়ে দিচ্ছে।
ধরো, তুমি মাউসুফ সিফাত নতুন শিখলে। এখন তুমি ক্বুরআন পড়তে গিয়ে কতশত ব্যবহার যে তার দেখবে। একসময় তুমি এমন অভ্যস্ত হবে যে, দেখবে মাউসুফ সিফাতে ভুল করা সম্ভবই হচ্ছে না।
শুধু তাই নয়, হয়তো নতুন নতুন ব্যবহারও শিখবে।
এভাবে নতুন নতুন বাব শিখো, ইন শিখো, ইন্না শিখো , লাম , লান সবকিছুরই ব্যবহার শিখো। দেখবে, তুমি হয়তো একক্ষেত্রে একরকম ব্যবহার শিখলে; তারপর ক্বুরআন নিয়ে বসো, আরো কত ক্ষেত্রে তার নিয়ম দেখবে। শিখার আগেই তোমার সেই নিয়মগুলোতে অভ্যস্ততা চলে আসবে। প্রায় একবছর হয়ে গেলো আমার 'এসো আরবি শিখি' পড়েছি; তারপর অনুশীলন বিশেষত শেষের পাঠগুলোর তেমন রিভাইসই হয়নি; অথচ এখনো ভুলে যাওয়া সম্ভব হয়নি, আমার বিশ্বাস, শুধুমাত্র ক্বুরআনের উসিলায়।
ক্বুরআন পড়ো, পড়তে থাকো, নিয়মিত পড়ো; শিখার নিয়তে পড়ো, অনুসন্ধিৎসু চোখে পড়ো। তুমি হয়তো সংজ্ঞা জানবে না, অর্থ জানবে না, তারকীব জানবে না; কিন্তু ব্যবহার শিখবে, নতুন নতুন শব্দ জানবে(অর্থ নাই জানলে), নতুন নতুন নিয়ম জেনে যাবে নিজের অজান্তেই। তারপর যখন তোমার বইয়ের পাতায় সংজ্ঞাগুলো দেখবে, দেখো কতটা সহজ, আপন আর পরিচিত লাগে!
শিক্ষার সফরে যদি ক্বুরআন হয় তামরীনরূপী সঙ্গী, আল্লাহ জানেন কতটা বরকতময় হবে সেই সফর।
আর ক্বুরআনই যদি তোমার সফরের গন্তব্য হয়, তবে এখন থেকেই সঙ্গে থাকুক, সঙ্গী থাকুক...