Friday, October 20, 2023

ফিরদাউসী প্রতীক্ষার বীজ - শুধু এতটুকুর জন্যেই

গত হবে হয়তোবা, তাদাব্বুরে ভেজা এক বিকেল;
কোন একদিন...
কিছুটা স্বপ্নের মতো, কিছু শংকায়...

কোন এক শুক্র-সন্ধায় হয়তো দেখা হবে, 
এক চোখ তৃপ্তির জন্য,
শুধু এতটুকুর জন্যই। 

শুধু এতটুকুর জন্যেই হয়তোবা ভাসবে
কালো প্রদীপ্ত শোক, অথবা 
গাঢ় সবুজের সাফল্যে আচ্ছাদিত
তোমার অবয়ব। 

পিছনে ফিরদাউসের বাগানের আহবান রেখে,
এক শুক্র-দুপুরের অমিয় তেজে
ক্লান্ত, তবু সজীব ছাপে
বুনে দিতে এক চিরায়ত প্রতীক্ষা
শুধু একটি হৃদয়ের সুরক্ষায়। 
শুধু এতটুকুর জন্যই...

সে শুক্র-বিকেলেই হয়তোবা হবে 
গল্পের আপাত শেষটা
স্নিগ্ধ বুলেটের সুনিপুণ ছেদে,
সুগন্ধে রঞ্জিত ভূমিতে...

যখন আড়াল হয়ে যাবে রক্তিম সূর্য,
আরো একটি গল্পের সাক্ষী হয়ে; 
দোয়া কবুলের মুহুর্তটিতে
ফিরদাউস-চত্বর আবারো হয়তো প্রফুল্ল হয়ে উঠবে_
নতুন অভ্যর্থনায়...
সালাম! 
সালাম! ক্বাওলাম মির রব্বির রহিম! 

নতুন পাখিটি
তখন অমিত অপেক্ষায়, 
আরেকটি সুপ্রতীক্ষিত অভ্যর্থনার!