Saturday, August 12, 2017

উচিত শিক্ষা

ইংরেজির স্টুডেন্টদের প্রথম বছর কিছু psychological শিক্ষা দেয়া হয়েছে। যেমন, psychology of police-officer-mind, of children-mind, of president-mind, of freedom-fighter-mind,of married teen-mind(girl) ইত্যাদি। অবশ্য সাথে কিছু জরুরি বিষয় বাদ যায়নি। সুতরাং জীবন-মৃত্যু কাকে বলে, ভালবাসা কাকে বলে, ভালবেসে বেসে কিভাবে একীভূত হওয়া(র কল্পনা করা) যায় ইত্যাদিও শিক্ষা দেয়া হয়েছে। 

এবার দ্বিতীয় বছর প্রেম কাকে বলে, কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারে সংজ্ঞা ও উদাহরণ, এটা কিভাবে করতে হয় ইত্যাদি শিক্ষা দেয়া হল। যাই হোক, বাচ্চাদের তো এখনই এগুলো জানা দরকার।

পাঠ্য শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে -

>>প্রেম কিভাবে করতে হয়, প্রেমের ভান কিভাবে করতে হয় তা উদাহরণ সহকারে প্রয়োগ ও বিশ্লেষণ 
>>কিভাবে দেখার সাথে সাথে প্রেমে পড়া যেতে পারে  
>>প্রপোজ পেলে কি কি করা যেতে পারে 
>>পরকীয়া কাকে বলে
>>সমকামিতা কাকে বলে 
>>  বিবাহিত মহিলার সাথে সম্পর্ক কেমন হতে পারে 
>>  বুড়োর সাথে সম্পর্ক কেমন হতে পারে
>> বহুবিবাহ কাকে বলে ও তার (আফ্রিকান) স্বরূপ
>>  ছেলে হয়ে মায়ের সাথে (অ্যাক্সিডেন্টলি) সম্পর্ক হলে কি হতে পারে


ইত্যাদি ইত্যাদি।

বাংলা সাহিত্যের স্টুডেন্টদেরও মনে হয় একই দশা।

[
- শিক্ষাগত যোগ্যতা?
-জ্বি, আমি প্রেম ও বিয়ে বিষয়ে অনার্স করছি।
-মিডিয়াম?
-ইংলিশ মিডিয়াম...
]

No comments:

Post a Comment