(নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় লিখেছিলাম।)
ঢাকার সড়কগুলোর আশেপাশে দাঁড়ি-টুপিওয়ালাদের বেশি করে কেন দেখা যাচ্ছে না? এটা কি চোখের ভুল না ক্যামেরার ফোকাসের ভুল?
হে দ্বীনের বুঝওয়ালা, হে প্রাক্টিসিং মুসলিম, হে দায়িত্ববোধসম্পন্ন দাঈ, হে কাশ্মীর-ফিলিস্তিন-আফগানিস্তানের যুদ্ধে নেমে পড়তে প্রাণ আনচান করা মুজাহিদ ভাই, আপনি এখন কোথায় হারিয়ে গেলেন? নিরাপদ সড়ক কি কেবল সাধারণ নাগরিক অধিকার? এটা কি মনুষ্যত্বের দাবি না? এটা কি মুসলমানদের প্রাণের দাবি নয়? যারা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন, তারা কি মুসলিম উম্মাহর অংশ না? তাঁদের প্রাণ হারানোয় কি আপনার উম্মাহ-দেহে ব্যথা অনুভব করছেন না? মুসলমানের জান-প্রাণ, সময় বাঁচাতে সাহ্যয্য করা; এটা কি মুসলমান হিসেবে আপনার কর্তব্য না? আপনার সামর্থ্যের কাছে কি এটা সাধারণ জনগণের হক না যে, তারা একটা নিরাপদ সড়ক পাবে?
এটা তো কোন রাজনৈতিক ইস্যু নয়, কোন দলীয় ব্যাপার নয়, এখানে প্রতিপক্ষ নেই। আপনাদের উচিত ছিল , বহু আগেই নেমে পড়া। তাহলে হয়ত সড়ক অনেক আগেই নিরাপদ হত, আপনার উসিলায় আল্লাহ হয়ত অনেক প্রাণ বাঁচিয়ে দিতেন দুর্ঘটনা হতে, আপনার উসিলায়। আপনি দেরি করেছেন, নামেননি। আল্লাহ নামিয়ে দিয়েছেন আরেক দলকে। যেখানে আপনি হতে পারতেন, সেখানে আরেক দল নেমে কাজ করে দেখিয়ে দিয়েছে। আল্লাহ তাদের পূর্ণ হিদায়াত দিন, তাদের মকবুল করুন। কিন্তু আপনার তো উচিত ছিলো, তাদের এরকম পদক্ষেপের যাতে দরকারই না পড়ে। তারা যাতে নিশ্চিন্তে নির্বিঘ্নে বরাবর যাতায়াত করতে পারে। চোখের সামনে কোন মৃত্যু তাদের দেখতে না হয়। হাত কেটে 'We Want Justice' লিখে দেখাতে না হয়।
হ্যাঁ, এখন তারা দেখিয়ে দিয়েছে। এখন আর আপনার সামনে কোন যুক্তি নেই। তারা তাদের ক্ষমতা দেখিয়েছে, এবার আপনার পালা; এবার আপনি আপনার সামর্থ্য দেখাবেন। এবার দেখাবেন, দ্বীন কি প্র্যাক্টিকেল কিছু? দ্বীন কি ব্যাপক শান্তির কিছু? নাকি দ্বীন মানে মাদ্রাসা শিক্ষা , ব্যাক্তিগত আমল, তাবলীগ, দ্বীনি বার্তাবাহী স্ট্যাটাস, শেয়ার , বই লিখা-কিনা আর আক্ষেপ,ট্রল এটুকুই।
একটু দেরি হয়ে গেছে, কিন্তু খুব বেশি নয়। আপনার ছোট ভাইয়েরা করে দেখিয়েছে, এবার আপনি চালিয়ে দেখান। তারা হয়ত খুব বেশি দিন ধরে রাখতে পারবে না, এত সুন্দর স্বস্তিদায়ক জিনিস হুজুগের খাতায় হয়ত চলে যাবে। কিন্তু আপনার দায়িত্ব, আপনার কর্তব্য; আপনি তা হতে দেবেন না। তারা হাল ধরেছে, এবার আপনি পালে হাওয়া লাগিয়ে দিন। সাধারণ ছাত্রদের ক্ষমতা মানুষ দেখেছে , এবার দাঁড়ি-টুপিওয়ালা, দ্বীনি বুঝজ্ঞানসম্পন্ন আপনাকে আল্লাহ যে কিছু যোগ্যতা দিয়েছেন সেটা দেখান। তরুণ ছাত্রদের কাছে যান, তাদের কাঁধে হাত রাখুন। তাদের বাহ্যিক সাপোর্ট দিন।
আপনার কি মনে হয়? সড়ক নিরাপদ করা দ্বীন প্রচার নয়? এক এক জামাত এক এক দিন ডিউটি দিন। মানুষকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সুযোগ করে দিন। একবার নয়, বারবার। তাদের অন্তরের দোয়া আপনার দিকে আসতে দিন। দ্বীন কি আর ইসলাম কি, তাদের জানিয়ে দিন বুঝিয়ে দিন। এভাবে দাওয়াত দিন তাদের, এভাবে।
অন্তত আপনার এলাকার সড়কের লিড নিয়ে নিন (তারপর হয়ত সড়কের নেমে পড়া তরুনদের লিডও দিতে হবে, যদি অন্য কেউ এগিয়ে না আসে) । এটুকু আপনাকে করতেই হবে। ছাত্ররা করেছে, আপনাকে করতেই হবে। এলাকার তরুণদের নিয়ে শূরা গঠন করে ফেলুন। মাশোয়ারা করুন। তারপর কাজে নেমে পড়ুন। আপনার এলাকার সড়ক যাতে অনিরাপদ না থাকে। যদি থাকে, তবে তা আপনারই অযোগ্যতার প্রমাণ। আল্লাহর জন্য করুন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। মুসলমানদের জন্য করুন, আপনার 'ভাই' এর জন্য করুন, যে ভাই কাশ্মীর ফিলিস্তিন আরাকানে নয়, যে ভাই আপনার পাশে আপনার কাছে; তার জন্য করুন।
আপনি কি এখনো মুজাহিদ হবার স্বপ্ন দেখেন?
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন।
No comments:
Post a Comment