Wednesday, September 23, 2020

হঠাৎ দিনলিপি ১

একফাঁকে হঠাৎ দুটো একটা জীবন গল্প শোনা হয়ে যায়। কেন হয়? ঐ যে, নিজেকে নিজে থেকে বাঁচাতে। আল্লাহকে বন্ধু বানানোটা কেন যে হলো না এখনো।

শুনলাম, আর ভাবলাম - হায়রে! আমিও তো ঠিক এমনই এক বোকা। পার্থক্য হলো, আমি বুঝে বুঝে অনেকখানি স্বেচ্ছায় বোকামি করেছি বা করছি, আর কেউ করে একেবারে অন্ধবিশ্বাসে; যেটা করিনি সেটা হলো মনে হয় যেন আল্লাহ বাঁচিয়েছেন আর হয়তোবা কিছুটা মান-সম্মান বাঁচাবার খাতিরে। তারপরও, নাহ..আচ্ছা থাক কী হবে নিজেকে অ্যানালাইসিস করে।

আর একটা কথা, জানিনা কেন কথাটা এতো সত্য - কেউ যখন কারো প্রতি আগ্রহ দেখায় আর বিপরীতপক্ষ জিরো একটিভিটি দেখায় তখন সেই কেউ সবকিছু উজাড় করে সামান্য রেসপন্স পেতে চায়। কথাটা কিবরিয়া ভাই থেকে ধার করা। কিন্তু অসম্ভবভাবে সত্য..আবার যদি নিজেকে বিরত রাখা হয়, একটু দৃঢ়তা দেখানো হয় সেই বিপরীতপক্ষ হয়তোবা অনেকসময় আবার ঠিক একরকম আগ্রহ দেখায়। কিন্তু কেন?

কী হতো সহজভাবে কেউ কারো আগ্রহের মূল্য দিলে?..জানিনা, কিন্তু আল্লাহর সাথেই ব্যাপারটা ভিন্ন..সামান্য এগিয়ে যাও আল্লাহর অসামান্যভাবে এগিয়ে আসবেন..হেঁটে যাও আল্লাহ দৌড়ে আসবেন..তোমার আগ্রহ তুচ্ছ করলে আল্লাহর কিছু হারাবার ভয় নেই, তোমার আগ্রহে সাড়া দিলে তাঁর নিজের রাজত্বে কিছু বৃদ্ধি হবেনা..তিনিই সর্বোচ্চ অহংকারের অধিকারী..তবু যদি ডাকো, যদি একটু আগ্রহ করো; সাড়া দিবেন অভাবনীয়ভাবে..

তবু মানুষ তাকেই ভুলে যায়, আর আশা করে অহংকারী মাটির তৈরি পদার্থ থেকে, খুব জলদি যারা অনুগ্রহ ভুলে যায়..

তবে আল্লাহর 'বান্দা'রা কি আর একটু অন্যরকম হবে না? হবে না কেন?..চলোনা সবাই, তাঁরই বান্দা হই, বান্দী হই..

No comments:

Post a Comment