এই ভিডিওটা দেখে(পড়ুন 'শুনে') কিছুটা কি বুঝতে পারলাম?
আসলে ঈমানের একটা ভার আছে, অনেক ভার..আল্লাহ তা'আলা দয়া করে ঈমানী পরিবেশে, ঈমানী পরিবারে জন্ম দিয়েছেন..আমরা হয়তোবা তাই সেই ভার একটু একটু করে বহন করে অভ্যস্ত হয়ে গেছি, তাই সহসা উপলব্ধি করি না, করতে পারিনা..কিন্তু যাদের শূন্য, একেবারেই শূন্য হৃদয়ে কালিমার আলোকছটা হঠাৎ করে এসে পড়ে - তাদের হয়তোবা বুঝে আসে; ঈমানের সেই পূর্ণতার ভার হঠাৎ করে তাদের হৃদয় হয়তোবা সইতে পারে না, তাই হয়তোবা কাঁদতে থাকে..তাই হয়তোবা জড়িয়ে ধরবার মত একটা অবলম্বন লাগে..তাই হয়তোবা..
(অবশ্য আমরাও হঠাৎ কখনো এই ভার টের পাই, তাই না? কখনো আমাদের ঈমান বাড়ে, কখনো আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ে, তাঁর উপস্থিতির অনুভূতি বাড়ে..তখন আমরাও হঠাৎ হঠাৎ কাঁদতে থাকি..
ইশশ্, যদি আমরা বুঝতাম কতো বড়, কতো মহামূল্যবান সম্পদের না চাইতেই অধিকারী হয়ে আছি..)
ইচ্ছে করে নিজ চোখে এই অনুভূতিগুলোর স্বাক্ষী হতে..
ঐ আয়াতগুলোর মনে পড়ে, (জানিনা যদিও এর সাথে সম্পর্ক আছে কিনা..) -
إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَن يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنسَانُ ۖ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا سورة الأحزاب ٧٢ -
অর্থ: আমি আকাশ পৃথিবী ও পর্বতমালার সামনে এই আমানত পেশ করেছিলাম, অতঃপর তারা একে বহন করতে অস্বীকার করল এবং এতে ভীত হল; কিন্তু মানুষ তা বহণ করল। নিশ্চয় সে জালেম-অজ্ঞ।
لَوْ أَنزَلْنَا هَـٰذَا الْقُرْآنَ عَلَىٰ جَبَلٍ لَّرَأَيْتَهُ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللَّـهِ ۚ وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ ﴿٢١﴾
অর্থ: যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তবে তুমি দেখতে যে, পাহাড় বিনীত হয়ে আল্লাহ তা’আলার ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্যে বর্ণনা করি, যাতে তারা চিন্তা-ভাবনা করে।
No comments:
Post a Comment